Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা সদর, ভোলা এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম

কৃষি যন্ত্র ক্রয়ে আগ্রহী কৃষকের প্রাপ্ত আবেদনের যাচাই বাছাই কার্যক্রম আগামী ২৬/১১/২০২৩ খ্রিঃ তারিখে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 


সেবার তালিকা

কৃষি বিষয়ক সেবার তালিকা : 

১.সকল শ্রেণির কৃষক/ উদ্যোক্তাগণকে কৃষি বিষয়ক পরামর্শ প্রদান ।

২. প্রকল্প / রাজস্ব কার্যক্রমের আওতায় প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী স্থাপন ।

৩. কৃষি উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।   

৪ প্রকল্প ভিত্তিক কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের সচতেনতা বৃদ্ধিকরণ ।

৫. ফসল উৎপাদন পরিকল্পণা প্রণয়ন ।

৬ . উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ ।

৭. উদ্যান নার্সারী রেজিস্ট্রেশন ।

৮. বালাইনাশক রেজিস্ট্রেশন, ডিলার নিবন্ধন ও নবায়ন।

৯.সার ডিলারশীপ নবায়ন।

১০. অন লাইন সার সুপারিশ প্রদান।

১১. কৃষি প্রণোদনা ও পূণর্বাসন  কার্যক্রম বাস্তবায়ন ।

১২.এ্যাপস এবং মোবাইলের মাধ্যমে কৃষি সেবা প্রদান।

১৩.কৃষি আবহাওয়া ও আগাম সতর্কীকরণ এবং পূর্বাভাস প্রদান।

১৪. কৃষি বিষয়ক উৎপাদন প্রযুক্তি, সার ও সেচ ব্যবস্থাপণা।

১৫.কৃষি জমির মাটি পরীক্ষা ও সার সুপারিশ।

১৬. ফসলের ক্ষতিকর রোগ পোকা সনাক্তকরণ ও সমাধান ।

১৭.ভেজাল সার, বালাইনাশক ও পিজিআর বাজার মনিটরিং এবং মান নিয়ন্ত্রণ ।

১৮  দেশি বিদেশি ফলের উন্নত জাতের মানসম্পন্ন চারা কলম উৎপাদন ও বিতরণ।

১৯ সরকারি ধান, চাল , গম ও আলু সংগ্রহে সহায়তা প্রদান ।

২০. কৃষিপণ্য আমদানি ও রপ্তানিতে সংগনিরোধ কার্যক্রম পরিচালনা করা ।

২১. কৃষি প্রশিক্ষন ইনষ্টিটিউটের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন ( ডিপ্লোমা কৃষিবিদ )।

২২. বাজার সংযোগ স্থাপন ( মার্কেট লিংকেজ )।

২৩. প্রাকৃকিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক ও ফসলহানির প্রতিবেদন ।

২৪ .শস্য কর্তন ও ফলন নিরুপনে পরিসংখ্যান বিভাগের সাথে সমন্বয় সাধন ।

২৫. গবেষণাগার ও আন্ত:মন্ত্রণাল|য় সংস্থার সাথে সমন্বয় সাধন ।

২৬. বিভাগীয় কার্যক্রমের প্রতিবেদন তৈরি ও প্রেরণ।



কী সেবা , কিভাবে পাবেন :

 উদাহরণ- ১  

সেবা নাম : কৃষি প্রণোদনা / পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন :

 ধাপ সমুহ : ( কীভাবে পাবেন )

১ম ধাপ : মন্ত্রণালয় / জাতীয় পর্যায় থেকে নীতিমালা ও রেজুলেশনসহ জেলা পর্যায়ে বরাদ্দ প্রদান ।

২য় ধাপ : জেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক রেজুলেশন সহ উপজেলায় উপ বরাদ্দ প্রদান ।

৩য় ধাপ : উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক ইউনিয়ন পর্যায়ে উপ বরাদ্দ প্রদান ।

৪র্থ ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক উপযুক্ত কৃষক নির্বাচন ও কৃষকের অগ্রাধিকার  তালিকা তৈরি , অনুমোদন ও উপজেলায় প্রেরণ ।

৫ম ধাপ : প্রাপ্ত অগ্রাধিকার তালিকা উপজেলা কৃষি পূনর্বাসন কমিটি কর্তৃক যাচাই  ও অনুমোদন ।

৬ষ্ঠ ধাপ : বরাদ্দপ্রাপ্ত উপকরণ ( সার , বীজ ) ক্রয় এবং ইউনিয়ন পর্যায়ে বিতরণ।

৭ম ধাপ : ইউনিয়ন কৃষি কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কৃষককে কৃষি কার্ড ও  ছবিসহ মাস্টার রোলের মাধ্যমে উপকরণ বিতরণ ও তা সংরক্ষণ।


 উদাহরণ – ২

সেবা নাম : বালইনাশক লাইসেন্স প্রদান/ নবায়ন :

ধাপসমুহ :

১ম ধাপ : একজন প্রাপ্ত বয়স্ক  উপযুক্ত  শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন  ব্যক্তি (পুরুষ) উপজেলা কৃষি অফিসে নির্ধারিত ফরমে আবেদন করবেন ( ট্রেড লাইসেন্স, ট্রেজারি চালানসহ )।

২য় ধাপ : এসএপিপিও এবং এইও ( পিপি )/ ইউএও কর্তৃক আবেদনকারীর দোকান, এলাকার চাহিদা ও অন্যান্য যোগ্যতা যাচাই এবং সুপারিশ প্রদান/ বাতিল ও জেলায় প্রেরণ ।

৩য় ধাপ : জেলায় অতিরিক্ত উপ পরিচালক ( পি পি ) প্রাপ্ত আবেদনসমুহ যাচাই বাছাই ও প্রয়োজনে পূণ: তদন্ত পূর্বক সন্তুষ্ট হলে লাইসেন্স ইস্যু বা নবায়ন করে উপজেলায় প্রেরণ করবেন ।

৪র্থ ধাপ : আবেদনকারী উপজেলা থেকে লাইসেন্স সংগ্রহ করবেন এবং এর ফটোকপি দোকানের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখবেন ।



উদাহরণ – ৩ :

সেবার নাম : প্রকল্প ভিত্তিক প্রর্দশণী স্থাপন :

১ম ধাপ :  উপ পরিচালকের কার্যালয় কর্তৃক উপজেলায় প্রদর্শনী / প্রশিক্ষণের বরাদ্দ প্রদান।

২য় ধাপ : উপজেলা কৃষি কর্মকর্তা কর্তৃক এসএএও সভায় প্রাপ্ত বরাদ্দ উপস্থাপন, প্রদর্শনী স্থাপনের উপযোগী জমি ও ক্যাটাগরি ভিত্তিক উপযুক্ত কৃষক নির্বাচন বিষয়ক বিস্তারিত আলোচনা।

৩য় ধাপ : এসএএও কর্তৃক কৃষক দলের সাথে আলোচনা ও কৃষকের অগ্রাধিকার তালিকা তৈরি ও উপজেলা কৃষি অফিসে জমা দান।

৪র্থ ধাপ :  ইউএও / এইও কর্তৃক নির্বাচিত জমি ও কৃষকের মতামত যাচাই এবং অনুমোদন/ বাতিল।

৫ম ধাপ : নির্বাচিত কৃষকদের প্রদর্শনীর প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও উপকরণ বিতরণ।

৬ষ্ঠ ধাপ : কৃষক, এসএএও এবং ইউএও/ এইও এর উপস্থিতিতে প্রদর্শনী স্থাপন ও পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের দিক নির্দেশনা প্রদান।

৭ম ধাপ : কৃষক, এসএএও এবং এইও কর্তৃক প্রদর্শণী প্লট নিয়মিত পরিদর্শন / মনিটরিং, শর্স কর্তন , মাঠ দিবস , এর প্রভাব ও ফলাফল প্রতিবেদন প্রেরণ ।

 

কৃষি প্রযুক্তি :

কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষির আধুনিকায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে যে সকল কৃষি প্রযুক্তি মাঠে ব্যবহৃত হচ্ছে –

অ ) ভাসমান বেডে সবজি চাষ ।

আ ) গ্রীষ্মকালিন পেঁয়াজ/ তরমুজ/ টমেটো চাষ ।

ই) ধানের সঠিক বয়সের চারা রোপন

ঈ) ধানের সমলয় চাষ পদ্ধতি

ক) ক্ষতিকর পোকা দমনে : 

১. সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার

২.স্টিকি ইয়োলো কার্ড ব্যবহার।

৩ জৈব বালাইনাশক

৪. ট্রাইকোডার্মা

খ ) সার প্রয়োগ : 

১. ভার্মি কম্পোস্ট

২. কুইক কম্পোস্ট

৩. ট্রাইকো লিচেট

৪.জীবাণু সার

৫. ফলিয়ার স্প্রে

৬. সুষম সার ব্যবহার

গ) সেচ প্রদান সংক্রান্ত : 

১. এডব্লিউডি পদ্ধতি

২. ফিতা পাইপ

৩. ড্রিপ সেচ

৪.  বারিড পাইপ

৫. হাইড্রোফনিক চাষ

ঘ ) নতুন জাত সম্প্রসারণ 

১. উফশী জাত – দানাদার ফসল, ফল ও সবজি

২.হাইব্রিড জাত – ধান, ভূট্টা , ফল ও সবজি ( ক্যাপসিকাম , লেটুস , ব্রকোলী )


 

পারিবারিক পুষ্টি উন্নয়ন : 

১. বসতবাড়িতে সারা বছর বাগানাকারে  সবজি চাষ ।

২. বসতবাড়িতে উন্নত জাতের ফলের চারা রোপন, পরিচর্যা ও বছরব্যাপি ফল উৎপাদন।

৩ বাড়ির পাশে পতিত জমিতে ছায়াযুক্ত স্থানে আদা, হলুদ, মিষ্টি আলু, পুঁইশাক, লেবু ও ধনিয়ার চাষ।

৪, পুকুরপাড়ে পানির উপর চালায় লাউ, করলা , শশা ও তরমুজ চাষ ।

৫.অফলা গাছে গোল মরিচ, পান ও গাছ আলু চাষ ।

৬. ঘরের চালায় লাউ ও কুমড়া  চাষ ।

ঙ) বীজ উদ্যেগক্তা তৈরি , মান সম্পন্ন বীজ উৎপাদন ও সংরক্ষণ :

১. কৃষক দলভিত্তিক উফশী জাতের ধান , গম , পাট ও  আলুবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন ।

২. আধুনিক উফশী জাতের ডাল , তেল ও মসলা ফসলের বীজ উৎপাদন , সংরক্ষণ ও বিতরণ ।

চ) কৃষি যান্ত্রিকীকরণ: 

১. ধান কাটারযন্ত্র - রিপার, মিনি ও কম্বাইন্ড হার্ভেস্টার।

২. রাইস ট্রান্সপ্লান্টার

৩. সিড ড্রিলার / শেল ক্রাসার (ভূট্টা )

৪. উইডার/ হ্যারোয়ার/ সিড ড্রায়ার

ছ ) নতুন ফসল ও বিদেশি ফল সবজি চাষ : 

১. ভূট্টা, আম , পেয়ারা , কুল , তরমুজ , ড্রাগন ফল , নাশপাতি , রাম্বুটান ,

২. সবজি – লিক, ফ্রেন্মবীন, ব্রকোলি, স্কোয়াস , ক্যাপসিকাম , লেটুস  ।

জ) উচ্চ মূল্যের ফসল চাষ : 

১. তরমুজ , ক্যাপসিকাম , ড্রাগন ফল , বিদেশি আম , পেয়ারা,  কাজুবাদাম , কালোজিরা,শরিফা, ।

ঝ) ছাদ বাগান : 

১. ছাদ বাগানের নকসা তৈরি

২. ছোট আকৃতির ফল , সবজি , ফল ও  ওষুধি গাছের বাগান স্থাপন

ঞ) মালচিং :                                    

১. জৈব আবর্জনা দ্বারা মালচিং ।

২. পলিথিন শীট  মালচিং ( তরমুজ , শশা , টমেটো )

প্রুণিং : 

১. প্রুনিং – আম , পেয়ারা , মাল্টা , কমলা , লেবু ।

২. কলম – গ্রাফটিং – আম

 , মাল্টা, লেবু , কাঠাল , জাম্বুরা।